মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ কান্দার পাড়ায় চাচা- জেঠার অত্যাচারে অতিষ্ট অসহায় এতিম পরিবার। অসুস্থ বিধবা মাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে দারাস্ত হচ্ছে বিধবা এতিম দুই ছেলেকে নিয়ে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কান্দারপাড়া গ্রামে।
থানার অভিযোগ পত্রে উল্লেখ্য করা হয়েছে জুয়েল গংরা তাদের মৃত বড় ভাই মস্তুফার বিধবা স্ত্রী হাসি(৬৫) ও তার এতিম দুই ছেলেকে নিয়ে গত বৃহস্পতিবার রাতে ঘরে থাকলে তাদের কে জুয়েল গংরা লাঠি- দা নিয়ে প্রাণনাশের উদ্যেশে ঘরের বাইরে অবস্থান করে এবং ঘরের বেড়া, দরজা লাথালাথি করে ,
ঘরে ডুকতে না পেয়ে, সকালে বাড়ী ঘর ভাংচুর করে।এতিম পরিবার নিরুপাই হয়ে কথা না বলে সকালে গ্রামবাসিকে জানায়,কিন্তু জুয়েল গংদের অসৎ আচরনের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাইনা।এ বিষয়ে স্থানীয় মেম্বার জয়নাল আবেদিন লেভু জানান- মৃত মোস্তফা একজন ভাল মানুষ, ন্যায় পরায়ন,
ভাল শালিশ দরবার করতেন।উভয় আমার পরিচিত ও সমাজের বিষয়টা অনেক দিন যাবত গোরপাক খাচ্ছে, আমি যেটা মনে করি একটু ছাড় দেওয়ার মনমানুসিকতা থাকলেই মিটে যায়,কিন্তু তারা অপরাধী হয়েও বিচারে জয়লাবের আশায় এদিক সেদিক মোচর ঘোডায়, দুজনেরি একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকলে পূর্বের সব জামেলা মিটে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক লোক বলেন -জুয়েল গংরা আসলেই দুষ্ট প্রকৃতির লোক অন্যায় ভাবে এতিমদের ওপর অত্যাচার করে আসছে,আমরা বলতে পারিনা, আমাদের ক্ষতি করবে বলে।
এখানেই শেষ নয় দুইবছর যাবত মৃত মোস্তফা’র এতিমদের জন্য রেখে যাওয়া ফসলি জমি চাষে বাধাঁসহ নানা অভিযোগ অত্যাচারিত জুয়েল গংদের উপর।সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।এবং ঘরে লাথালাথি কথা স্বিকার করেন জুয়েল গংরা।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।