অদৃশ্য শত্রু নভেল করোনা ভাইরাস (কোভিড ১৯) মহামারী আকার ধারন করেছে সারা বিশ্বে।
বাংলাদেশের জনগনও তার ভয়াল থাবার হাত থেকে বাঁচতে পারছে না।এমন পরিস্থিতিতে মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসাবে সারা দেশে চলছে গনটিকার ক্যাম্পেইন।
সরকারের গনটিকা ক্যাম্পেইন সার্থকতা পাবে যখন দেশের আপামর জনগন এই টিকা কার্যক্রমের আওতায় আসবে। সারাদেশে ৭ কারিখ এই কর্মসূচির শুরু হয়। অনেক সমাল্চেনা ,ফতোয়া,বিধি নিষেধ উপেক্ষা করে টিকা কেন্দ্র গুলোতে উপচেপড়া জনগন।কোথাও কোথাও দুপুরের মধ্যে টিকা শেষ হয়ে গিয়েছিলো। সারা দেশের সিটি কর্পোরেশন,পৌর সভা,ইউনিয়নে টিবা তেবার পরে বাকিদের ১৪তারিখ আসার জন্য বলেছিলেন স্বাস্থ্য বিভাগ। বাদপগা জনগন উদসবের আনন্দে রেজিট্রেশন করে । ১৪তারিখ টিকার ক্যাম্পেইন হবে কি না এই প্রতিবেদককে(শিক্ষক)এমন প্রশ্ন করে টিকা প্রত্যাশী জনগন।তিনি চিতলমারী উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানকে জিজ্ঞাসা করলে ডাঃ মামুন হাসান জানান আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা এসে পৌছায়নি। তাই আপাতত ১৪ তারিখের টিকা প্রদান বন্ধ থাকবে।টিকা পৌঁছালে আমরা পরবর্তীতে তারিখ আপনাদের মাধ্যমে জানিয়ে দিবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।