সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে ধারালো অস্ত্রের আঘাতে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের মাহাইল গ্রামের তজম্মুল আলীর স্ত্রী। জৈন্তপুর পুলিশ জানায়, আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে লোকজন বাড়ির উঠোনে ওই মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর থেকে তার ছেলে আবুল হাসনাত (৩৫) পলাতক রয়েছে। কি কারণে ওই নারীকে খুন করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। পলাতক আবুল হাসনাতকে খুঁজছে পুলিশ। তাকে পেলে রহস্যের জট খুলতে পারে।

 

কলমকথা/বি সুলতানা