জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক বাংলাদেশ খবরের সম্পাদনা সহকারী খন্দকার আনিছুর রহমান আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার রাত ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি স্ত্রী ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক খবর, সংবাদ, ডেসটিনি, অর্থনীতি প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য খন্দকার আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 কলমকথা/রোজ