মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ দয়ের পাড় গ্রামের এক অসহায় পরিবারের বাশঁঝাড় জোরপর্বক কেটে উঝাড় করছে এক ঝগরাটে পরিবার। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের দয়ের পাড় উত্তরপাড়া গ্রামে।

জানা যায় – ঝাউগড়া ইউনিয়নের দয়েরপাড় গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে শাহ জামাল শেখ এবং তার ভাই সৈয়দ আলী শেখ এর মাঝে দীর্ঘদিন যাবৎ ভিটেবাড়ী নিয়ে বিরোধের জের ধরে কোর্টে মামলা চলছিলো। মামলায় শাহজামাল শেখ’রা ডিগ্রী পায় পরে সৈয়দ আলীরা মামলাটি পুনরায় বিবেচনার জন্য আপিল করে মেলান্দহ কোর্টে আনে।

মামলা -মুকাদ্দমা চলা কালে উভয়কে বাঁশঝাড় ও গাছপালা কাটার নিষেধ করেন। এর মধ্য উক্ত ভিটেয় থাকা গাছপালা ও অনেক বড় বড় ৪/৫ টি বাশঁঝাড় জোরপুর্বক মোজাম্মেল, মফিজ, আলতা, মইফল, জুলহাস, জিয়াল, শফিকুল, শহিদুল্লাহ, সোহেল গংরা কেটে নিয়ে ঝাড় উজাড় করছে। ইতিমধ্যে ৩টি ঝাড় নিঃচিহ্ন করেছে।

সংখ্যালঘু অসহায় বৃদ্ধ শাহজামাল শেখ বাধা দিতে গেলে সংখ্যাগরিষ্ট থাকায় সৈয়দ আলী গংরা লাঠি শোটা,দা,খন্তা নিয়ে প্রাণনাশ করতে আসে। এবিষয়ে দয়েরপাড় গ্রমের মাতাব্বর খলিল, হেলাল,মোস্তফা, আক্তার বলেন -শাহজামালের লোক না থাকায় মোজাম্মেল গংরা লোকজন বেশি থাকায় দীর্ঘদিন ধরে জুরপুর্বক বাঁশ কাটে।

বাধাদিতে গেলেই মেরেফেলার চেষ্টা করে। নাম প্রকাশে অনিচ্ছুক দয়েরপাড় এলাকার একাধিক, লোক, বলেন-কয়েবার শালিশ – দরবার হয়েছে মোজ্জামেল দরবারকে তুচ্ছ মনে করে উডিয়ে দেয়।মোজাম্মেলের,আচরণ খুব খারাপ অভদ্রটাইপের, নেশারসাথে জরিত, সমাজ-জামাত মানেনা উর্শ্রিংক্ষল প্রকৃতি লোক। সমাজকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সমাজে নানা ধরনের ও অপৃতিকর ঘটনাও ঘটায়।

 

কলমকথা/বি সুলতানা