![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/12/kk4-10.jpg)
স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে ২ভরি স্বর্ন চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিড ওয়াইফ সুরভি আক্তারের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরভি আক্তার জানান, বুধবার (২২ ডিসেম্বর) ডিউটি শেষে তিনি ২দিনের ছুটিতে বাবার বাড়ি নীলফামারীতে যান।
বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে তিনি বাসায় এসে দরজা ভাঙা দেখতে পান। ঘরের ভেতরে গিয়ে দেখেন তার আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ২ ভরি স্বর্ণ চুরি হয়েছে।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।