মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধি: শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা, সর্বত্র আমরা এই শ্লোগানকে বুকে ধারণ করে। নীলফামারী ডোমারে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মোবাইল টহল ডিইটিতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের জন্য সদস্য বাছাই করা হয়।
০৯, অক্টোবর, শনিবার নীলফামারী জেলার ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মাঠে স্মার্ট কার্ড ধারী সাধারন আনসার, নীলফামারী জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে ২১দিনের অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় ১।স্মার্ট কার্ডের মূল ও ফটোকপি ২।শটগান /অস্ত্র প্রশিক্ষণ সনদের মূল ও ফটোকপি ৩।জাতীয় পরিচয়পত্র মূল ও ফটোকপি (বাধ্যতামূলক) ৪।ডাচ্-বাংলা ব্যাংকের একাউন্ট নাম্বার(যদি থাকে) ৫।ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ পত্র ৬।০১(এক) কপি ছবি পাসপোর্ট সাইজ।
এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলার সকল দলনেতা, আনসার বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা নীলফামারী মোঃ আয়নাল হক ।
ডোমার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রুবেল ইসলাম । ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ হালিম। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডোমার নীলফামারী মৌসুমী আক্তার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।