মো : তাছাব্বুর রহমান (যশোর):  ইচ্ছা শক্তি থাকলে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো যায় তারই জলন্ত প্রমাণ মো: জাহাঙ্গীর মোল্লা (মিলন)। মনিরামপুর থানায় বাজিতপুর গ্রামের উজ্জল নক্ষত্র ৩৮ তম বিসি এস নন ক্যাডার থেকে সুপারিশপ্রাপ্ত সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ সুপারিশ পাওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে ৪০তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হয় আর এই ৪০ তম বিসিএস এ শিক্ষা ক্যাডার পদে (ইতিহাস ) বাংলাদেশের ভিতর মেধাতালিকায়১২ তম অবস্থান করে ।

পিতা মরহুম মো : আকবর মোল্লা এবং মাতা পারভীনা বেগমের একমাত্র পুত্র সন্তান । ছোট বেলা থেকেই দারিদ্র্যের সাথে সংগ্রাম করেছে । পিতাকে হারিয়ে দিশেহারা হলেও মাতা পারভীনা বেগম দিন রাত পরিশ্রম করে ছেলের লেখা পড়ার খরচ দিয়েছেন আর নিজে টিউশনি করে, সে তার লালিত স্বপ্নকে পুরন করেছে । বিশেষ করে ৪০ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ হওয়াই এলাকাবাসীর মনে আনন্দের জোয়ার বইছে ।

তাদের এলাকার সন্তানকে নিয়ে খুব গর্বিত মনে করে । এই ফলাফলকে অভিনন্দন জানিয়েছেন মো: শফিকুল আলম (চেয়ারম্যান) তারুণ্যোর ছোয়াই পরিবর্তন সোসাইটি  আর ও অভিনন্দন জানিয়েছেন মো: ইসহাক আলী (সভাপতি)দুস্থ ও ছাত্র কল্যাণ ট্রাস্ট, অভিনন্দন জানিয়েছেন মো: তাছাব্বুর রহমান (প্রতিষ্ঠাতা) বিজয়ের হাত সংগঠন ।