![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/08/Polish_20210826_081306150.jpg)
মোঃ এনামুল হক ,লোহাগড়া স্টাফ রিপোর্টার:২৫/৮/২১তারিখে সকাল ১০ টার পর পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম(বার) নড়াইল মহোদয়ের কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ও আইনশৃঙ্খলা পরিস্হিতি উন্নতির মতবিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় মতবিনিময়ের সময় সকল থানা এলাকায় কোন রকম কাইজ্জা দাঙ্গা, হাঙ্গামা,মারামারি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে প্রত্যেকটি ডিবি টিমকে সর্তক থাকতে বলেন।
তিনি মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাদকমুক্ত নড়াইল গড়ার প্রতি সকলকে আহব্বান জানান।
এসময় তিনি মাদকদ্রব্য গাঁজা সহ আসামীকে গ্রেফতার করার জন্য পুরস্কার স্বরূপ ডিবি টিম-১ এর এসআই(নিঃ) দেবব্রত চিন্তাপাত্র এর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এছাড়াও তিনি আরও বলেন ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কার। কোন পুলিশ সদস্য যাতে কোন প্রকার অনৈতিক কাজে লিপ্ত না হয় সেজন্য তিনি সকল পুলিশ সদস্যদের সর্তক করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।