মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের ধুলজোড়া গ্রামের আছাদ মোল্যা এবং আজাদ মোল্যার বসত বারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আছাদ মোল্যা এবং আজাদ মোল্যা ধুলজোড়া গ্রামের মকবুল মোল্যার ছেলে
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, গত কাল রবিবার রাত আনুমানিক ৮ঃ৩০ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নীকান্ডের সূত্র পাত হয়েছে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে । এসময় দুটি গোয়ালঘর সহ ৬টি গরু ও ৫ টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায় । যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকারও বেশি বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত আনুমানিক ৮ঃ৩০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে । খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষনে দুটি গোয়ালঘর সহ ৬টি গরু ও ৫ টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।