শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নে( ৯ ফেব্রুয়ারি বুধবার) সন্ধ্যায় ঘোনাপাড়া সার্বজনীন কালী মন্দিরে হাজার বছরের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কবিগান অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত বুদ্ধি মাত্রা, তাল ছন্দ ও ঢোল এর তালে এক আনন্দে পরিণত হয়। গ্রাম বাংলার মানুষের হাজার বছর চলে আসা এই লোকগান বা পালা গান। লোক কবি সহাদেব সরকার এর গুরুত্ব আলোচনা অধীর আগ্রহ সাথে শ্রবণ করছেন হাজারো মানুষ।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, পুড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ শাহাদাত হোসেন নগরকান্দা কর্মক্ষেত্র প্রতিনিধি রিপন মন্ডল দুর্জয় মোঃবাচ্চু ফকির গৌরাঙ্গ বিশ্বাস সহ অন্যান্য প্রমুখ