অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উপকারভোগীদের কৃষি ভিত্তিক কর্মকান্ডে সম্পৃক্ত করনের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের আওতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ রাকিবুল হাসান, গ্রামবিকাশ কেন্দ্রের টেকনিকেল অফিসার(লাইভলিহুড) মোঃ শাহিন মিয়া সহ উপসহকারী কর্মকর্তাবৃন্দ, বীজডিলার ও গ্রাম বিকাশ কেন্দ্রের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।