অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলার খানসামা উপজেলা থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল
ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ইউনুছ তালুকদার সহ সকল বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার শহীদ পরিবারের সন্তান, সরকারি কর্মকর্তা, সুধিজন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে ভবনের ফলক উন্মচন করেন।