অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জঃ দিনাজপুরের নবাবগঞ্জে বিট পুলিশিং
কার্যক্রম বৃদ্ধির লক্ষে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলার বিনোদ নগর ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে ইউনিয়নের কামারপাড়া ও কপালদাড়া রাস্তার মোড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিনোদ নগর ইউনিয়ন বিটের দায়িত্বশীল এস আই আঃ ছালাম বিট পুলিশিং’র কার্যক্রম নিয়ে
আলোচনা করেন।