![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/image-513803-1643270596.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম রেজাউল করিমকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর-পূর্ব বানিয়ারী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় পূর্ব বানিয়ারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল শাদীদ, থানার অফিসার ইনচার্জ মো. মাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল প্রমুখ।
তার একমাত্র পুত্র র্যাবে কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিহাব করিম জানান, তার পিতা গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মুক্তিযুদ্ধকালীন বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার, উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মাটিভাঙ্গা ইউনিয়নের দুবারে ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।