সৈয়দ মাহামুদ শাওন( রাজশাহী) : ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ শ্লোগানকে সামনে রেখে এক পক্ষকাল ব্যাপি প্রচার অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রবিবার (০৫ ডিসেম্বর) সকালে তানোর উপজেলার পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়ার প্রোগ্রামের আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ নারী নির্যাতন বন্ধে প্রতিজ্ঞা স্বরূপ গণ স্বাক্ষর ব্যানারে নিজ নিজ স্বাক্ষর প্রদান করেন।
তানোর উপজেলা এরিয়া ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিমল জেমস কস্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ দেবনাথ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার পংকজ দেবনাথ বলেন, সরকারের উন্নয়নের সহযোগী হিসাবে ওয়ার্ল্ড ভিশনের অবদান অতীব গুরুত্বপূর্ণ।
তিনি নারীদের প্রতি সহিংসতা বন্ধে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন সৃষ্টিকর্তা নারীদের সর্বোচ্চ সম্মান দিয়ে সৃষ্টি করেছেন তিনি সকল নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার উৎসাহ প্রদান করেন।তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা তিনি বক্তব্যে প্রোগ্রামটি আয়োজনের লক্ষ্য ও উদ্দেশাবলী তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমাম মোঃগোলাম কিবরিয়া, তানোর উপজেলা হিন্দু বিবাহ রেজিস্ট্রার ও পুরোহিত বিশ্বজিত চৌধুরী, পুরোহিত সনজিত আধিকারী, ও যুব ফোরামের নেতা সারোয়ার জাহান সহ হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ ধমীয় নেতৃবৃন্দ উপজেলার সকল সরকারী অধিদপ্তর ভূমি, কৃষি, প্রানী, মৎস, সমবায়, যুব উন্নয়ন এবং মহিলা শিশু অধিদপ্তরের কমকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।