শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে ১নং ওয়ার্ডের রঘুরামপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। জানা যায়, কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত এর কর্মী-সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি নির্বাচনী অফিস উদ্ভোধন কালে কর্মীদের জন্য রান্না করে খাবার বিতরণের আয়োজন করেন।

এমন অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রার্থীর কর্মী-সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং রান্না করা খাবারের পাত্রগুলো জব্দ করে বিভিন্ন এতিমখানার ছাত্রদের জন্য পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, পঞ্চম ধাপে এ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, ২ নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের আচরন বিধি লঙ্ঘনের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।