মোঃআজিজুর বিশ্বাস,নড়াইল স্টাফ রিপোর্টার:  নড়াইলের নড়াগাতী প্রাইভেটকার দুর্ঘটনায় খাশিয়াল ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইটসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নড়াইলের নড়াগাতী থানার সীবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী মাওলানা ওলিউল্লাহ আহত হন। নিহত অপর ব্যক্তি হলেন-শওকত সরদার। আহত মাওলানা ওলিউল্লাহ সহ নিহতদের স্বজনেরা জানান, নতুন প্রাইভেটকার কিনে খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার আগে বুধবার রাতে ইউপি চেয়ারম্যান তার নিজ বাড়ি নড়াগাতীর শুড়িগাতি থেকে প্রাইভেটকার নিয়ে বের হন। এরপর তার দুই সফরসঙ্গীকে টোনা চৌরাস্তা থেকে গাড়িতে তোলেন।

কিছুদুর গাড়ি চালানোর পর চেয়ারম্যান তার বাড়িতে ফেরার সময় সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিন পাশের ডোবায় পানির নিচে প্রাইভেটকারটি তলিয়ে যায়। এসময় দুর্ঘটনায় বেঁচে যাওয়া ওলিউল্লাহ গাড়ির জানালা দিয়ে বের হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দু’জনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।