![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/271607391_1973909279479668_4730340536975543904_n.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৩০) নামে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার শেষ সীমানা বাঁশের ব্রিজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল হোসেন নন্দীগ্রাম উপজেলার দাঁত মানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, রাসেল হোসেন মোটরসাইকেলযোগে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। বাঁশের ব্রিজ নামক এলাকায় পৌঁছলে নাটোরগামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বাসের ধাক্কায় রাসেল হোসেন মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দুর্ঘটনার খবর পাওয়ার আগেই নিহতের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান। নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম কামাল বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রাসেল হোসেনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
কলমকথা/রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।