ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকা, ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৯ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত ৯ কিলোমিটার ও ঢাকা-আরিচা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি পার হতে ট্রাক চালকদের ঘাট এলাকায় এসে ৪ থেকে ৫ দিন করে অপেক্ষায় থাকতে হচ্ছে।
জানা যায়, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ ফেরিসহ ৪টি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। এ নৌ-রুটে ফেরি স্বল্পতা ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এছাড়া, নদীতে পানি দ্রুত কমতে থাকায় ঘাটগুলো ওঠা-নামা করতে হচ্ছে। এ কারণেও ঘাটের সমস্যা দেখা দিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।