গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলার সামাজিক রাজনৈতিক সুরক্ষা, পৌর শহরে যানজটমুক্ত নিরাপদ সড়ক, অবাধ চলাচল নিশ্চিত, বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রেক্ষিতে বক্তব্য রাখেন, সাবেক এমপি ইমদাদুল হক,উপজেলা নির্বাহী অফিসার মোঃরেজাউল করিম,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক, এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ, কমরেড নুরুজ্জামান,আওয়ামী লীগের সহ সভাপতি শামীমুজ্জান জুয়েল, ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, ৩ নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশহীদুল্লাহ শহীদ,এছাড়াও ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য দেন।
উক্ত সভা শেষে পীরগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এতে পৌর মেয়র কে আহবায়ক ও রেজওয়ানুল হক বিপ্লব কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।