বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে ‘হ্যালো ছাত্রলীগের‘ ব্যানারে পৌরসদরের জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে দিনব্যাপী এ কার্যক্রম চলে।
এ সময় মেডিকেল টেকনোলজিতে কাজ করতে দেখা গেছে শামীমা আলম ও রাকিবুল ইসলাম নামে ছাত্রলীগের দুই কর্মীকে।
আয়োজক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ্য রোগীদের বিশেষ প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য ছাত্রলীগ কর্মীদের রক্তের প্রুপ নির্ণয় করে তালিকাভুক্ত করা হচ্ছে।
‘হ্যালো ছাত্রলীগে‘ যোগাযোগ করে যে কোন রোগীর স্বজনেরা জরুরি প্রয়োজনে রক্ত চাইলে তালিকাভুক্তদের কাছ থেকে সংগ্রহ করে তা মূমুর্ষ রোগীর জন্য ব্যবহার করতে পারবেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রলীগের শিক্ষার্থীরা আমাদের কমিটিতে রয়েছেন। তারা রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে আমাদের সহযোগিতা করছেন।
ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, একদিনের এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্থানীয় ছাত্রলীগের দুইশতাধিক কর্মী-সমর্থকের রক্তের গ্রুপ নির্ণয় ও নাম ঠিকানা তালিকাভুক্তির কাজ করেছি। আমরা (বুধবার) বোয়ালমারী সেবা সার্জিক্যাল ক্লিনিকে এক সিজারিয়ান মূমুর্ষূ রোগীকে রক্ত দান করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।