সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় তার প্রেমিকের হামলায় আক্তার হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যু্বক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন (২৭)। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানিয়েছেন।
আহত আক্তারের দাবি, তিন মাস আগে জনৈক প্রবাসীর স্ত্রীর রুমে আপত্তিকর অবস্থায় একই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে সিএনজিচালক খালেদ (২৮) আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এ ঘটনায় গ্রামের মাতবররা ঘটনাটি ধামাচাপা দিয়ে বখাট খালেদকে (২৮) ছেড়ে দেয়।
এ ঘটনার জের ধরেই গত বুধবার দুপুরে আক্তার হোসেনকে রাস্তায় একা পেয়ে একই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে খালেদ আহমদ তার ওপর পেছনে গিয়ে ধারালো ছুরি দিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ আহতের।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানার ওসি মিজানুর রহমান ও এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে বিলপাড় গ্রামে গিয়ে বুধবার বিকালে পুলিশ হামলাকারী খালেদকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এ ঘটনায় আহতের বড়ভাই কামাল উদ্দিন গত বুধবার রাতে বাদী হয়ে খালেদকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এসআই মহিন উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।