![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/kk-88.jpg)
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের উদ্যোগে, হেকস/ ইপার সুইজারল্যান্ড এর সহযোগিতায় আদিবাসী ও দলিতদের বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।
এতে সংস্থাটির অ্যাডভোকেসি এন্ড ল্যান্ড প্রকল্প কমকর্তা ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থাটি প্রকল্প সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী, উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, উপজেলা ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির সাধারণ সম্পাদক কমল কিসকু, আদিবাসী সম্প্রদায়ের নয়ন মুরমু, বাহা মনি প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কার্যকরী সদস্য চন্দ্রনাথ গুপ্ত চান্দা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।