সদর প্রতিনিধি: ইসলামী হোমিওরিসার্চ সেন্টার ফেনী সদর  লালপোলস্থ চেম্বারে মঙ্গলবার সকাল ১১ টা থেকে চট্টগ্রাম, ফেনী,সোনাগাজী শাখার সহকারীদের  হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক ৪১ দিন ব্যাপি  কর্মশালা সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রে’র চেয়ারম্যান ডা.মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন, অনুষ্ঠানে ৪১ দিন ব্যাপি  প্রশিক্ষণ প্রধান করেন, বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক ও হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রর কো-চেয়ারম্যান ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। তাঁর আলোচনা বলেন এই রিসার্চ সেন্টারে শুধু মাত্র চিকিৎসাই হয়না, চিকিৎসার সাথে সাথে একদল বৈজ্ঞানিক, আধুনিক চিকিৎসাবিদ ও হোমিও চিকিৎসক গবেষণায় ব্রতী আছেন, আর গবেষণার কাজে সুবিধার জন্য সমস্ত আধুনিক পরিকাঠামো  ৪১ দিন ব্যাপি গড়ে তোলা  হয়েছে। কর্মশালা শেষে  সকল সহকারীকে ঈদুল ফিতরের বোনাস প্রধান করা হয়, উপস্থিত ছিলেন ইসলামী হোমিওরিসার্চ সেন্টার লালপোল শাখার সহকারী মুহাম্মাদ রফিকুল ইসলাম ,  সোনাগাজী শাখার সহকারী মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী,ফেনী শাখার সহকারী মুহাম্মাদ ইব্রাহিম রিয়াদ, চট্টগ্রাম শাখার সহকারী নুরমোহাম্মাদ। শাহাদাত শাফিয়া দাতব্য  ট্রাস্টের চেয়ারম্যান ডা.শাহাদাত হোসাইন বলেন আগামী দিনেও আমরা এরূপ আরও কর্মশালার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করবো। উল্লেখ্য এপ্রিল মাসের ১ তারিখ থেকে ৪১ দিন ব্যাপি  এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।