![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/kk-445.jpg)
এস এম রাকিব,জেলা প্রতিনিধি: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শেরপুরে ‘ওপেন হাউজ ডে’ ও কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২নং গাড়িদহ মডেল ইউনিয়ন বিট ও শেরপুর থানার আয়োজনে সোমবার (২০ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় উপজেলার মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিশ্বরোড সংলগ্ন খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) আব্দুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব শেরপুর সার্কেল ফয়সাল মাহমুদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার বক্তব্যে বলেন, নারীদের প্রতি সহিংসতা কোনো ভাবেই কাম্য নয়। কারণ বাংলাদেশের প্রধান মন্ত্রী তিনি নিজেও একজন নারী, যার নেতৃত্বে এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বদরবারে এক চরম উচ্চতায় পৌঁছেছে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করছে। বগুড়ায় আমার যোগদানের এই এক মাসের মধ্যে এই প্রথম আপনাদের শেরপুরে জন- সম্মূখে অংশ গ্রহণ করেছি। তাই এই দিনটি আমার স্মৃতির মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। সেই সঙ্গে আপনাদের সহযোগিতা পেলে এই শেরপুরকে শতভাগ সন্ত্রাস মুক্ত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, ২নং গাড়িদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য এড গোলাম ফারুক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, গাড়িদহ ইউনিয়ন পুলিশিং এর আহ্বায়ক মোকাব্বর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে জন – প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, ছাত্র রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।