মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ১৮ জানুয়ারি ২০২২খ্রিঃ বগুড়ার উপশহর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শহিদুল ইসলাম(৪৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপশহরের স্নিগ্ধা আবাসিকের রজনীগন্ধা সড়ক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল গাবতলী উপজেলার নারুয়ামালার বাহাদুরপুর এলাকার মৃত কাজেম উদ্দিনের ছেলে।
এঘটনায় একই এলাকার আজিম উদ্দিনের ছেলে আব্দুল মালেক(৪৫) গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, আহত মালেকের অবস্থা আশংকাজনক। বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী জানান, স্নিগ্ধা আবাসিকের রজনীগন্ধা সড়ক এলাকায় সাততলা ভবনের কাজ চলছিল।
সেখানে ৫তলায় ৬ থেকে ৭জন শ্রমিক এক সাথে কাজ করছিল। কাজের ফাঁকে অসাবধানতাবশত কাঠের বড় টুল সরাতে যেয়ে শহিদুল ও মালেক নিচে পড়ে যান। পরে তাদের গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।