মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা যুবলীগের (প্রস্তাবিত) কমিটির দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, যুবনেতা সহিদুল ইসলাম ও পান্না সরকারের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন জেলা যুবলীগ। শনিবার বিকালে বগুড়া জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম ডাবলু,
কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বর হোসেন স্বরাজ, শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাথারন সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসীম কুমার রায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।