রোববার (১ আগস্ট) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছে গন্তব্যে ফেরা মানুষগুলোকে। এক কিলোমিটার এলাকার পার হতে প্রায় ঘণ্টা সময় লাগছে।
 
সকাল থেকে সরেজমিন দেখা যায়, মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে উত্তরবঙ্গ মুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করছে। গণপরিবহন চালু হলেও খোলা ট্রাক, পিকআপ ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে ফিরছে মানুষ। কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। যে যার মতো গন্তব্যে ফিরছে।
 
রসুলপুর গ্যাসপাম্পে কথা হয় আব্দুল হালিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গাজীপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর যাচ্ছি। মহাসড়কের টাঙ্গাইলের অংশে ঘারিন্দা থেকে যানজট রয়েছে। এক কিলোমিটার আসতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগছে।