বরগুনায় সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-বরগুনা মহাসড়কে ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিল সোনারতরী পরিবহণের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরগুনা রুটের গলাচিপা নামক স্থানে পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ যাত্রীর মধ্যে ১৭ জন আহত হন।
তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যু হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।