সড়ক পার হতে গিয়ে বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় শিশির রঞ্জন বৈষ্ণব নামে এক সাবেক মেডিকেল অফিসার নিহত হয়েছেন।
তিনি বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা এবং সাবেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
সোমবার রাতে বরিশাল নগরীর বিএম কলেজ রোডের শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল শিশির রঞ্জনকে ধাক্কা দেয়। এ সময় শিশির রঞ্জন রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর পর কিশোর বয়সি ওই মোটরসাইকেলচালক হাসপাতাল থেকে সটকে পড়ে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ অপমৃত্যু মামলা করেছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।