আজ পহেলা বসন্ত। অপরদিকে বিশ্ব ভালোবাসা দিবসও আজ। শীতের ঘোমটা সরিয়ে এসেছে রৌদ্রোজ্জ্বল দিন। বাতাসে ভেসে বেড়াচ্ছে উচ্ছলতার কণা। পাতাঝরার দিনে ভালোবাসার ডাক শুনে ঘুমন্ত মনপ্রাণ যেন জেগে উঠেছে। প্রকৃতির এই জাগরণের সঙ্গে পাল্লা দিয়ে সরব হয়েছে মানবকুলও।
বসন্ত আর ভালোবাসা দিবস বরণ করতে রাজশাহীর তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সের মানুষ মেতেছে নানা আয়োজনে। যেন হলুদের নগরীতে পরিনত হয়েছে রাজশাহী। লাল শাড়িতেও দেখা মিলেছে অনেক তরুণী ও মধ্যবয়স্কদের।
দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের শুভেচ্ছায় সিক্ত হবে। ফুলের দোকানগুলোতে পড়েছে বাড়তি চাপ। একেকটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা করে। তবুও মানেনি বাধা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।