জামালপুরে নবাগত নারী জেলা প্রশাসক শ্রাবস্তী রায় কে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ (গভঃ রেজি নং – ৯৮৭৩৬/১২) জামালপুর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
অদ্য সোমবার (৬ জুন) দুপুরে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস কক্ষে গিয়ে নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন, “বাংলাদেশ প্রেস ক্লাব” জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ খোরশেদ আলম, সাংবাদিক মোঃ রাসেল রানা, সাংবাদিক মোঃ এমদাদুল হক, সদস্য সচিব সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আজাদ খান ও সদস্য অর্থ সাংবাদিক শাহ মোঃ আরিফ হোসাইন।
এসময় তারা কুশলাদি বিনিময়ের পর সংক্ষিপ্ত আকারে মত বিনিময় করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।