আরিফ তালুকদার,বাগেরহাট প্রতিনিধিঃ  “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” এই শ্লোগান নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে এক সম্প্রীতির বন্ধন  সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ অক্টোবর)  দুপুরে পৌরপার্কে  উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, মন্দির কমিটির সভাপতি, সাংবাদিক ও সুধীজনের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড.  আমিরুল আলম মিলন। এছাড়া সম্মানিত বিশেষ অতিথি   হিসেবে বক্তব্য প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা  চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন,মোরেলগঞ্জ  থানা অফিসার  ইনচার্জ  মোঃ ইকবাল বাহার চৌধুরী,  উপজেলা  ভাইস  চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম,   উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা ছাবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  এম এমদাদুল হক, উপজেলা  যুবলীগ  যুগ্ম আহবায়ক  অ্যাড. তাজিনুর রহমান পলাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি  এইচ এম শহীদুল ইসলাম,  সেলিমাবাদ কলেজের অধ্যক্ষ  নির্মল কান্তি বিশ্বাস , এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আবু সালেহ,  ইমাম পরিষদের  সভাপতি  মাওলানা  আব্দুল হাই, মোরেলগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শিব সজল ঢালী প্রমুখ।
  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী  কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন।