যশোরের বাঘারপাড়া উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন আ.ন.ম আবুজার গিফারী। ৩১তম ব্যাচের এ ক্যাডার বুধবার বিকলে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় বিদায়ী ইউএনও তানিয়া আফরোজ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
নির্বাহী অফিসার আ.ন.ম আবুজার গিফারী এর আগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলেন।
যোগদান অনুষ্ঠানে উপাস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জন্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নতুল ফেরদৌস লাবনী, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শুভঙ্কর বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার ইউআরসির ইন্সট্রাকটর শিউলী খাতুন প্রমুখ।
বিদায়ী ইউএনও তানিয়া আফরোজ তাঁর আড়াই বছরের নির্বাহী অফিসারের কর্মকাল শেষ করে সরকারর ভূমি মন্ত্রানালয়ে সিনিয়র সহকারি সচিব হিসাবে যোগদান করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।