বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বছরে ইংরেজি নববর্ষের প্রথমদিনে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) মহোদয়ের পক্ষ বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা।
(১লা জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০টার সময় স্কুল চত্তরে এই বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম লেনার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান মিজান, সহকারী শিক্ষক আনিছুর রহমান ও আলহাজ্ব আবু শাহাদত মুছা, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান ও সহ-সভাপতি এসএম মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ, রায়হান কবির চপল, আব্দুল রউফ সোহেল, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময়ে শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকসহ আরো অনেকে।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়,স্কুল ও মাদ্রাসায় উৎসব মূখর পরিবেশে একযোগে বই বিতরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।