তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন বোয়ালমারী যাচাই বাচাইতে দাদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিসকাত আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ওই ইউনিয়ন থেকে মোট ৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে সাতৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই বাচাই অনুষ্ঠিত হয়। যাচাই বাচাই অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, চারজন প্রিজাইডিং কর্মকর্তা, সকাল ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যবৃন্দরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. আজমল হোসেন বলেন, মনোনয়নপত্র যাচাই বাচাইতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিসকাত আলীর মনোনয়ন ফরমে ক্রটি থাকায় বাতিল হয়েছে। এ ছাড়া সাতৈর ইউনিয়নের ইসমাইল মোল্যা নামের এক ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।