তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চতুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. কামরুল ইসলাম।
জানা যায়, জর্জ একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের মতামতে গত রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জর্জ একাডেমীতে এক মিটিংয়ে কামরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। ম্যানেজিং কমিটির সদস্য মো. ইকবাল হোসেন জানান,
নির্বাচিত ৫ জন সদস্য, শিক্ষক প্রতিনিধি ৩ জন ও দাতা সদস্য ১জন মোট ৯জন বসে কামরুল ইসলামকে জর্জ একাডেমীর সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া মিটিংয়ে কামরুল ইসলামের একার নামই সভাপতি পদে প্রস্তাব আসে।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।