ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব বাইখির গ্রাম থেকে দীপালি বেগম (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১৬ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ২০।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দীপালি বেগমের বাড়িতে মাদক বেঁচা কেনা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পালিয়ে যাওয়ার সময় দীপালি বেগমকে করে। আটকের পর মহিলা পুলিশ তার দেহ তল্লাশি করে তার পরনের কাপুরের মধ্য থেকে ১৬ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা জব্দ করে থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, দীপালি বেগমের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।