তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি  : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন কুমার নদে শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকাবাসির আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে রাজাপুর বাজারসহ কুমার নদের দু’পাড়ে মানুষের ঢল নামে।  নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিয়োগিতায় প্রথম স্থান অধিকারী পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বাকা শেখকে ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী দাদপুর গ্রামের ফজলে খানকে ৩২ ইঞ্চি ও তৃতীয় স্থান অধিকারী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়পাড়ার মতিয়ার রহমানকে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরষ্কার দেওয়া হয়।

নৌকা বাইচ শেষে সন্ধ্যায় আব্দুর রহমানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নবাব আব্দুল লতিফের বংশধর নবাবজাদা কাজী ফজলে রহমান, জেলা যুবলীগের সদস্য, বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী উপজেলা যুবলীগের আরেক অংশের আহবায়ক মো. রফিকুৃল ইসলাম, চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম আমিন, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বোয়ালমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নন্দ দুলাল সমাদ্দার প্রমুখ।