তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে বিজয়ী প্রার্থীর মিছিল করতে গিয়ে স্ট্রোক করে কওসার শেখ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে চতুল ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী মো. রফিকুল ইসলাম চশমা প্রতিক নিয়ে বিজয়ী হন। ২৭ ডিসেম্বর সকাল ১১ টার দিকে বাবুর বাজারে বিজয় মিছিল করার সময় হঠাৎ পোয়াইল গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে কওসার শেখ অসুস্থ হয়ে পড়ে। তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কওসার শেখের ২ মেয়ে ১ ছেলে।
উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, বিজয়ী প্রার্থীর মিছিল করতে গিয়ে অসুস্থ হয়ে কওসার শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকন দেবনাথ বলেন, কওসার শেখ নামের এক ব্যক্তকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যু স্ট্রোক জনিত কারনে হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।