তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বেধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আয়োজনে সকালে বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, সরোয়ার হোসেন,  সাংবাদিক এ্যাড. কোরবান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা। উদ্বোধন অনুষ্ঠানে ক্ষুদে ডাক্তাররা (শিক্ষার্থী) কৃমি নিয়ন্ত্রন বড়ি খাওয়ে দেন।
ডা. খালেদুর রহমান বলেন, ৬ বছর বয়স থেকে ১৬ বছর বয়াসি শিক্ষার্থীদের ১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত স্কুলে স্কুলে কৃমি নিয়ন্ত্রন বড়ি খাওয়ানো হবে। মোট শিক্ষার্থী হলো ৫৬ হাজার, ৮১৮ জন। এর মধ্যে প্রাথমিকের রয়েছে ৩৬ হাজার ০৮১ জন এবং হাই স্কুলে রয়েছে ২০ হাজার ৭৩৭ জন।