আজাদুল বারী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর এলাকার সকল মন্দির সমুহে আর্থিক অনুদান, পুরোহিতগনের সম্মানী প্রদান ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্প্রতিবার সকালে বনপাড়া পৌরসভা হলরুমে পৌর মেয়র এবং বনপাড়া শহর আ’লীগ সভাপতি কে এম জাকির হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর সচিব আঃ হাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বড়াইগ্রাম হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা,সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, বড়াইগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল দাস,সাবেক কাউন্সিলর সমীর কুমার সাহা সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন পৌর এলাকার মোট ০৭টি পূজামণ্ডপের পুরোহিতদের সম্মানী এবং মন্ডব সাজসজ্জা করতে আর্থিক অনুদান প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।