মোঃ তাহেরুল ইসলাম,ডোমার প্রতিনিধি: অপসাংবাদিকতা প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রশিকা হলরুমে ডোমার প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে উক্ত কমিটি গঠিত হয়েছে। ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো আহবায়ক, বাংলাদেশের রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের অর্থনীতি,ডেইলি বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রতন কুমার রায় যুগ্ন-আহবায়ক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ময়নুল হক ও নয়ানিগন্ত পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হোসেন মজ্ঞু যুগ্ন-আহবায়ক এবং ডোমার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ডোমার সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
সভায় বক্তরা জানান, বর্তমানে অনিবন্ধিত অনলাইনের নামধারী কিছু অপসাংবাদিকদের দৌরাত্ম বেড়ে গেছে। তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হুমকী-ধামকী দিয়ে সাংবাদিকতা পেশাকে কুলষিত করছে। অপসাংবাদিকরা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। ওইসব অপসাংবাদিকদের রুখতে ডোমার সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।