মাবিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি (মণিরামপুর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মণিরামপুরে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হোসেন নামের এক মালয়েশিয়ান প্রবাসী। মঙ্গলবার(১১ই মে) প্রবাসী হোসেন আলীর পক্ষ থেকে উপজেলার উত্তর ভরতপুরে মোট ৮৫টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় অলিয়ার রহমান ও রুবেল হোসেন নামের দুই যুবক।
উক্ত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ ও নুডুলস। হোসেন আলীর এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়,মালয়েশিয়ান প্রবাসী হোসেন আলী তার ব্যক্তিগত উদ্যোগে এলাকার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে এর আগেও বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন সহায়তা প্রদান করে আসছেন।
ঈদ সামগ্রী বিতরণ কালে অলিয়ার রহমান জানান, হোসেন আলী আমার ভাইপো, প্রতি বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহায় হোসেন আলী প্রবাসে থেকেও ঈদ সামগ্রী সহ বিভিন্ন পোশাক-আশাক অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রদান করে থাকে।
প্রবাসী হোসেন আলীর বক্তব্য, সমাজের অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমি শুধু আমার দায়িত্ব পালন করছি মাত্র।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।