মনিরামপুর প্রতিনিধি:  ২৩ মার্চ বুধবারে মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

অনুষ্ঠান শেষে মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচছা জানায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান  বাংলাদেশ দুগ্ধ উপাদানকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটার কর্মকর্তারা। এসময়ে উপস্থিত ছিলেন ঝিকরগাছা দুগ্ধ শীতলকরণ কেন্দ্রের অফিসার ইনচার্জ ডাঃ সুব্রত চৌধুরী, সমিতি সংগঠক নয়ন চক্রবর্তী, শরিফুল ইসলাম হিসাব সহকারী সোলায়মান মিয়জী, ওহিদুরজ্জামান, ল্যাবসহকারী মোঃ সাইদ প্রমুখ।