মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আইসিভিজিডি প্রকল্পের (২য় পর্যায়) অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। “টেকসই জীবিকা গ্রহনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জন” এই স্লোগানকে সামনে রেখেই ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট(আইসিভিজিডি) এর এই সভা অনুষ্ঠিত হয়।

১৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, উপকারভোগিদের বিষয়ে নানা ধরনের পরামর্শ নিয়ে আলোচনা হয়। উপজেলার প্রতি ইউনিয়নে কমপক্ষে ১২৯ জন সহ মোট আটটি ইউনিয়নের প্রায় ১৫ শত উপকারভোগি ভিজিডি গ্রাহককে গরু, ছাগল ক্রয়, হাস মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য ১৫ হাজার করে টাকা দেওয়া হবে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আইসিভিজিডি প্রকল্পের পরিচালক জনাব মোস্তফা কামাল,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী,মাগুরা জেলার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আব্দুল আওয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,ভাইচ চেয়ারম্যান মোঃ বরকত আলী,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রমুখ।