মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় ৭০টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর ২০২১)
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ২য় পর্যায়ের অধীনে মাগুরার মহম্মদপুর উপজেলায় এ প্রকল্পের ৭০ টি কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মহম্মদপুরে একটি কেন্দ্রে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ দবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, প্রকল্পের মহম্মদপুর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নাজমুল করিম,সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এদিকে সকাল ১০ ঘটিকায় উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ৭নং ওয়ার্ডের উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে উদ্বোধন করেন। সাথে ছিলেন ইউনিয়ন সুপারভাইজার সামিরা পারভীন।
বাস্তবায়নকারী সংস্থার অফিস সূত্রে জানা যায়,এখানে ৮-১৪ বছর বয়সের ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে। প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কোন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে বই,খাতাসহ যাবতীয় শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নেই সুপারভাইজারগণ তাদের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।