মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,মানবতার মা,জনদরদী,বাংলাদেশকে বিশ্বের দরবারে উচু স্থানে পৌঁছে দেওয়ার কারিগর, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) বিকাল ৪.০০ ঘটিকায় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে নেত্রীর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর জন্মদিনের কেক কাটা হয়।এরপর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, যুবলীগের সেক্রেটারি শেখ ফরিদুজ্জামান,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা জাফর সাদেক, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু,বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সাজিদুর রহমান সংগ্রাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এর আগে দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সভাপতি অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা বিকো ও সাধারণ সম্পাদক শেখ ফরিদুজ্জামানের নেতৃত্বে জননেত্রী হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এরপর উপজেলা সদরের বিভিন্ন সড়কে তারা আনন্দ মিছিল করে। মিছিল শেষে নেত্রীর ৭৫তম জন্মদিনের কেক কাটা হয়।