ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীত নিয়মিত অভিযানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৭২ জনকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত নিয়মিত এ অভিযান চলে। এ সময় তাদের কাছ থেকে ৪৩৬১ পিস ইয়াবা,

১২১ গ্রাম, ৬০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশিমদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৪৬টি মামলা হয়েছে।